ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ২ অক্টোবর ২০২২  

সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে

সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।পোশাক রফতানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ ডলারের, যা গতবছরের সেপ্টেম্বরে ছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার।

রফতানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে রোববার এ তথ্য তুলে ধরা হয়েছে।

 তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রফতানির ব্যাপারে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা সতর্ক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৪৯ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। গতবছরের একইসময়ে এর পরিমাণ ছিল ১১০২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসেবে গতবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে রফতানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেশি।

সর্বশেষ
জনপ্রিয়