ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সোনার দর আরো কমেছে, দেশে সিদ্ধান্ত রোববার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২৭ মে ২০২৩  

সোনার দর আরো কমেছে, দেশে সিদ্ধান্ত রোববার

সোনার দর আরো কমেছে, দেশে সিদ্ধান্ত রোববার

আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম ৩১ ডলার কমেছে। আর আগের সপ্তাহে কমে ৩৪ ডলার। এতে দুই সপ্তাহের টানা দরপতনে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬৫ ডলার। 

এদিকে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করতে আগামীকাল রোববার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেখানেই দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

বাজুস সূত্রে জানা গেছে, দেশের বাজারে সবশেষ সোনার দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলারের মতো কমে গেছে। এতে করে স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দাম কমানোর একটা চাপ রয়েছে। বাজুসের দায়িত্বশীলরাও আন্তর্জাতিক বাজারের চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করছেন। 

তবে দেশের বাজারে সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় স্থানীয় বাজারের তেজাবী সোনার (পাকা সোনা) দামকে। দেশের বাজারে সবশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছে এক মাসের বেশি হয়ে গেছে।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দামের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এতে মে মাসেই প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলার কমে যায়। ৪ মে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৪ ডলার পর্যন্ত উঠে। এরপর থেকে ধারাবাহিকভাবে সোনার দাম কমতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৭৭ ডলার। সপ্তাহ শেষ তা কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩১ দশমিক ৭ ডলার। আগের সপ্তাহে কমে ৩৩ দশমিক ৭৮ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬৫ ডলার।

সর্বশেষ
জনপ্রিয়