ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্কচটেপ লাগানোর দিন আজ

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘মুখে স্কচটেপ লাগিয়ে বসে থাকো’ —এমন কথা আমাদের শুনতে হয় হরহামেশাই। তবে এই ‘স্কচটেপ’ কিন্তু বেশ দরকারি একটি জিনিস। আমাদের সমাজে এটি স্কচটেপ নামে বেশ পরিচিত হলেও এর আসল নাম সেলোটেপ।

আজ ২৭ মে, সেলোটেপ বা স্কচটেপ দিবস। ১৯৩০ সালের এই দিনে পণ্যটি পেটেন্ট করায় দিনটিকে স্মরণ করে প্রতিবছর স্কচটেপ দিবস পালন করা হয়।

স্কচটেপ পণ্যের ব্র্যান্ড নাম, সাধারণ নাম নয়। যুক্তরাষ্ট্রের থ্রি-এম কোম্পানির ব্র্যান্ড এটি। কোম্পানিটির ইঞ্জিনিয়ার রিচার্ড গুরলে ড্রিউ ১৯৩০-এর দশকে সেন্ট পল মিনেসোটাতে রিচার্ড ড্রইউ দ্বারা পণ্যটি উদ্ভাবন করেন। এই নতুন-স্বচ্ছ উপাদানটিকে সেলোফেন হিসেবে বিক্রি করা হতো। 

ছেঁড়া টাকা জোড়া লাগাতে, দরকারি কাগজ যুক্ত করতে, উপহারের প্যাকেট মোড়ানোসহ ইত্যাদি টুকিটাকি কাজে বেশ গুরুত্ববহন করে সেলোফেন। তাই এটিকে পড়ার টেবিল, ঘর, কর্মস্থল কিংবা বিপণিবিতান সবখানেই রাখা হয়।

সেলোফেন দিয়ে তৈরি হয় এই টেপ। সেলোফেন এক ধরনের প্রক্রিয়াজাত সেলুলোজ, যার ফলে এই স্কচটেপ স্বচ্ছ ও আঠালো হয়ে থাকে।

সর্বশেষ
জনপ্রিয়