ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

স্বর্ণপদক পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ৩১ জানুয়ারি ২০২৩  

স্বর্ণপদক পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী

স্বর্ণপদক পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০৩ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০৩ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে কৃতি শিক্ষার্থী স্বর্ণপদক। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাদের হাতে এসব পদক তুলে দেন।

গতকাল সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঁচটি স্নাতক বর্ষের ও ছয়টি স্নাতকোত্তর শিক্ষাবর্ষের ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক এবং ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ ও ‘ডা. এ. কে. খান স্বর্ণপদক দেওয়া হয়।

এর মধ্যে ৯৬ জনকে বঙ্গবন্ধু স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক; ৫ জনকে ড. মমতাজ উদ্দিন আহমেদ স্বর্ণপদক ও ২ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়।

এর আগে, দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, অনার্স, মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়। 

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়