ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হাথুরু ইস্যুতে কী বলছেন সাকিব?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১ ফেব্রুয়ারি ২০২৩  

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এখন আলোচনার বিষয়বস্তু চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএলের আমেজে খানিকটা পানি ঢেলে দিলেন এই লংকান ভদ্রলোক। আবারো বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হয়ে এসেছেন তিনি। এ নিয়ে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন।   

তবে পুরোনো কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তনের খবরে নিশ্চুপ বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ভাবনায় এখন শুধুই বিপিএল। নিজের পারফরম্যান্স ভালো হলেও সন্তুষ্ট নন বরিশাল অধিনায়ক। 

বি‌পিএল শুরুর আগে বো‌র্ডের আ‌য়োজন নি‌য়ে প্রশ্ন তু‌লে হইচই ফে‌লে দি‌য়ে এত‌দিন চুপচাপ ছি‌লেন সা‌কিব। ঢাকা, চট্টগ্রাম ঘু‌রে সি‌লেটের শেষ দি‌নে মুখ খুল‌লেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে আলোচনাটা সীমাবদ্ধ রাখ‌তে চাইলেন বি‌পিএলেই। 

হাথুরু‌সিং‌হের প্রত‌্যাবর্তন ইস‌্যু‌তে তার মন্তব‌্য জানতে চাওয়া হয়েছিল। তবে কিছু বলতে রাজি হননি সাকিব। সোজা বলে দিয়েছেন, 'নো ক‌মেন্ট'। তার ভাবনায় এখন শুধুই বিপিএলের ম্যাচ। নিজের ভালো করার চেষ্টা।

নিজেদের শেষ ম্যাচে ঢাকার কা‌ছে হেরেছে বরিশাল। টেবি‌লের দুই নম্বরে থাক‌লেও খু‌শি হ‌তে পার‌ছেন না অধিনায়ক। সাকিব বলেন, 'আমাদের যে একটা সুযোগ ছিল সেটা আমরা হাতছাড়া করেছি। তবুও আরও তিনটি ম্যাচ আছে।'

তিনি আরো যোগ করেন, 'যদি টপ টুতে কোয়ালিফাই করতে চাই তাহলে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে ঢাকায় যাতে আমরা জয়ের ধারায় ফিরতে পারি, আর ভালো ক্রিকেটও খেলতে পারি।'

ব‌্যক্তিগত পারফরম‌্যা‌ন্সে মুগ্ধতা ছড়ালেও সা‌কিব নি‌জেকে নিয়ে তৃপ্ত নন। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, 'ভালো লাগে এনজয় করি। আসলে যতটা বলছেন আমার মনে হয় না অতটা ভালো অবস্থায় আছি। '

শেষ কয়েক ম্যাচে নিজের ব্যাটিং নিয়ে সাকিবের ব্যাখা, 'হ্যাঁ দারুণ যাচ্ছিল কিন্তু শেষ কয়েকটা ম্যাচ ওরকম ব্যাটিং করিনি। আশা করি, আবার যেন ভালোভাবে ব্যাটিং করতে পারি, যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিলাম।'

সর্বশেষ
জনপ্রিয়