ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হাবিপ্রবিতে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

হাবিপ্রবিতে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

হাবিপ্রবিতে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রোগ্রাম এরিনার আয়োজনে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড (বিডিওআই) স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাৎসরিক প্রতিযোগিতা। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) এর সঙ্গে মিল রেখে এটি আয়োজন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু বলেন, ‘আইওআই এর লক্ষ হলো পৃথিবীর তরুণ মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্সের সঙ্গে পরিচয় করানো। পাশাপাশি ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করা আমাদের আরেকটি উদ্দেশ্য।

প্রসঙ্গত, বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ফলাফলধারীরা জাতীয় পর্যায়ে (বিডিওআই) অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়