ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

হিলি বন্দর দিয়ে চারদিনে ২ হাজার টন আলু আমদানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৮ নভেম্বর ২০২৩  

হিলি বন্দর দিয়ে চারদিনে ২ হাজার টন আলু আমদানি

হিলি বন্দর দিয়ে চারদিনে ২ হাজার টন আলু আমদানি

বাজার নিয়ন্ত্রণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। গত চারদিনে বন্দর দিয়ে ৮৫টি ট্রাকে ২ হাজার ২০২ টন ১৪৫ কেজি আলু আমদানি হয়েছে। বন্দরে প্রতি কেজি আলু আগে ৩০-৩২ টাকা দামে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৯-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় আলুর দামও কেজিতে ১০-১৫ টাকা করে কমেছে। শুল্ক প্রত্যাহার করা হলে দাম আরো কমবে বলে দাবি আমদানিকারকদের।

গতকাল হিলি স্থলবন্দরে কাটিনাল জাতের বড় আকারের আলু পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৯-৩০ টাকা, যা আগে ৩০-৩২ টাকা বিক্রি হয়েছিল। এছাড়া হিলি বাজারে আমদানীকৃত কাটিনাল জাতের আলু খুচরায় বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ৪০ টাকা বিক্রি হয়েছিল। একই জাতের দেশীয় আলু আগের তুলনায় কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা কয়েকদিন আগে ৫০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া গুটি আলু আগে ৬০ টাকা বিক্রি হলেও তা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আলু আমদানিকারক হারুন উর রশীদ বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আলু আমদানির অনুমতি দিয়েছে। বন্দরের যেসব আমদানিকারক আলু আমদানির অনুমতি পেয়েছেন, তারা সবাই আমদানির জন্য এলসি খুলেছেন। গত বৃহস্পতিবার থেকেই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে, যা এখনো অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। তবে প্রথমদিকে আলু আমদানির পরিমাণ কিছুটা কম হলেও দিন দিন তা বাড়ছে। আলু আমদানির ফলে দেশে বাজারে যে অস্থিরতা ছিল, সেটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ভারত থেকে প্রতি টন আলু আমদানি করছি প্রকারভেদে ১০০-১৫০ মার্কিন ডলারে। কিন্তু কাস্টমস সেই দাম না ধরে ১৮০ মার্কিন ডলার দাম ধরে প্রতি টন আলুর শুল্কায়ন করছে। এতে করে কেজিপ্রতি ৭ টাকার ওপরে আমাদের শুল্ক পরিশোধ করতে হচ্ছে। শুল্কটা যদি কমিয়ে দেয়া হয় বা প্রত্যাহার করা হয় তাতে করে আলুর দাম আরো কমে আসবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বেশ কিছুদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ ছিল। সরকার অনুমতি দেয়ায় গত বৃহস্পতিবার আবারো আলু আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে সাতটি ট্রাকে ১৭৮ টন ৭৪৫ কেজি আলু আমদানি হয়। শনিবার দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে আলু আমদানি হয়। এদিন বন্দর দিয়ে ৩৮টি ট্রাকে ৯৭৬ টন ২৩০ কেজি আলু আমদানি হয়। রোববার ১৬টি ট্রাকে ৪২২ টন আলু আমদানি হয়েছে। সোমবার ২৪টি ট্রাকে ৬২৪ টন আলু আমদানি হয়েছে।’

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়