ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

৩ লাখ ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন, সময় শেষ যখন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২৬ মার্চ ২০২৩  

৩ লাখ ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন, সময় শেষ যখন

৩ লাখ ছাড়াল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন, সময় শেষ যখন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৭৭টি আবেদন জমা পড়েছে। তবে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৪৯৩ জন।

গতকাল শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত তিনটি ইউনিট মিলে ৩ লাখ ৩৪ হাজার ৭৭৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ২৩ হাজার ৭৮২টি, ‘বি’ ইউনিটে ৮১ হাজার ৬৯৭টি এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৯ হাজার ২৯৮টি আবেদন জমা হয়েছে। 
একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটে আবেদন করতে পারবে। সে হিসেবে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৪৯৩ জন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে আরো বলেন, প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ মার্চ রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫টাকা।

প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। 

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়