ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৭ বছর আত্মগোপনে থাকা জঙ্গি সংগঠনের আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাত বছর আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার হওয়া হিযবুত সদস্যের নাম তমিজ আহম্মেদ সবুজ (৩২)। তাঁর বাড়ি বরগুনার তালতলী। 

এর আগেও ২০১৪ সালে সংগঠনের লিফলেট বিতরণকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এর পর জামিনে থেকে তিনি প্রায় সাত বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গতকাল শুক্রবার রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁকে। গতকাল  বিকেলে এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি সাত বছর আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়