ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

৯৯৯ এ ফোন করে আগুন থেকে রক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩  

৯৯৯ এ ফোন করে আগুন থেকে রক্ষা

৯৯৯ এ ফোন করে আগুন থেকে রক্ষা

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পরিতোষ মন্ডল নামে এক কৃষকের বাড়িঘর। পরিতোষ মন্ডল উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাসখালী গ্রামের ময়না মন্ডলের ছেলে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ মন্ডলের বাড়ির আঙিনার বড় আকারের একটি খড়ের গাদা (পালা) ছিল। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  মধ্যরাতে ওই খড়ের গাদায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এ সময় আগুনে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-ফোন করে বাড়ির লোকজন। 

সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। 
তারপরও প্রায় দুই হাজার টাকা মূল্যের খড়ের ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পথচারীর সিগারেটের আগুন থেকে খড়ের খাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়