ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ১ অক্টোবর ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম। ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন মনির শুভেচ্ছা বক্তব্য দেন।

শ ম রেজাউল করিম দেশের মৎস্য খাতের উন্নয়নে যুগোপযোগী গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অধ্যাপক মুহাম্মদ সামাদ দেশে মৎস্য খাতের অপার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়