বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক

বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটির করেন লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান।
গত বৃহস্পতিবার সদর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তব্যে আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন। একইভাবে গত ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ মিলনবাজারে এক সভায়ও জাতির পিতাকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। বিএনপি মিডিয়া সেল নামক ফেসবুক পেজে এসব বক্তব্য প্রচারের মাধ্যমে জাতির পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, আইনজীবী মো. রকিবুল হাসান খানের করা অভিযোগ তদন্ত শেষে ১৩ সেপ্টেম্বর রাতে বিএনপির নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, বিএনপি নেতা দুলু প্রায়ই বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই মানুষ মেনে নেবে না। এ কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি।
- বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ আগস্ট
- দুর্নীতি মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
- ঢাকার সব ভবনের গ্যাসলাইন পর্যবেক্ষণে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
- তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- বিএনপি নেতা আমানের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ
- আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন
- ইসির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৭ ডিসেম্বর
- খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ ডিসেম্বর
- অস্ত্র মামলায় জিকে শামীমের যাবজ্জীবন কারাদণ্ড
- বাবুল আক্তার ও ইলিয়াসের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা