ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্মসংস্থানের জন্য প্রতি ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে যান ১৫২ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ১৭ ডিসেম্বর ২০২৩  

ফাইল ছবি

ফাইল ছবি

কর্মসংস্থানের জন্য এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে ১২ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যায়। প্রতি ঘণ্টায় এ সংখ্যা ১৫২ জন। এছাড়া চলতি বছরে (২০২৩ সালে) বিদেশে অবস্থানকালে নানান কারণে মারা গেছেন ৪ হাজার ৪৬ প্রবাসী।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ‘অষ্টম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এবং ইয়োথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি শ্রমিক যায়।

সর্বশেষ
জনপ্রিয়