মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ, চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হলো।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে। এতদিন মেট্রোরেল এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করত। বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনেও থামবে এই ট্রেন। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।
গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করত। তবে এই শিডিউলকে আরও ৩০ মিনিট পেছানো হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। সবশেষ যাত্রীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।
বুধবার (২৫ জানুয়ারি) সরেজমিনে মিরপুরের পল্লবী স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই মেট্রোরেলে চড়তে অপেক্ষা করছিলেন যাত্রীরা। মতিঝিল, আগারগাঁও, উত্তরা রুটে চালু হলেও মিরপুরবাসী অপেক্ষা করছিলেন পল্লবী স্টেশন চালু হওয়ার। যা আজ শেষ হলো।
কথা হয় মোজাম্মেল হকের সঙ্গে। তিনি বলেন, অনেক ভালো লাগছে, আজ মিরপুর থেকেও মেট্রোরেল যাত্রী নিয়ে চলাচল করবে। তাই সকাল সকাল চলে এসেছি।
তরিকুল ইসলাম নামের এক যাত্রী জানান, মেট্রোরেল চালু হলেও মিরপুরবাসী তাতে চড়তে পারছিলো না। আমাদের হয় আগারগাঁও, না হয় উত্তরা স্টেশন গিয়ে চড়তে হয়েছে। পল্লবী স্টেশন চালু হওয়ার মাধ্যমে এখন আমরাও চড়তে পারবো। এটা এক আনন্দদায়ক অনুভূতি।
- এবার আলোর মুখ দেখতে যাচ্ছে ১৬৮ কি.মি দীর্ঘ মেরিনড্রাইভ
- রাজধানীর বাসে ই-টিকেট চালু
- পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে ২০২৩ সালে
- পদ্মাসেতুর টোলসহ ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ
- মাত্র ৭ থেকে ৮ মিনিটেই পদ্মার এপার ওপার
- বাংলাদেশের সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না: সেনাপ্রধান
- রডের দৈর্ঘ্য টেকনাফ থেকে তেঁতুলিয়ার চেয়ে বেশি পদ্মাসেতুর
- বঙ্গবন্ধুর সাথে ছোট বেলার স্মরণীয় মধুর স্মৃতি
- জুনে উদ্বোধন, নাম ‘পদ্মা সেতু’ই হবে
- পর্যটন বিকাশে চালু হচ্ছে হোম স্টে সার্ভিস