ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

চিকিৎসকদের মাঝে নৈতিকতা থাকতে হবে : ইকবালুর রহিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২০ এপ্রিল ২০২৪  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‌‘অসুস্থ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল চিকিৎসক। তাই শুধু চিকিৎসা করলেই চলবে না, চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে।’আজ শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ আয়োজিত এমএআরএমসি-২০২৪ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ ইকবালুর রহিম বলেন, এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে কোন র‌্যাগিং হয় না। কোনো চাঁদাবাজি হয় না।’

তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমিউনিটি ক্লিনিক। সেই কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি-জামায়াতের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকগুলো চালু করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষ শান্তিতে আছে।’

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নুরউল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আহসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়