ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ডিএনসিসির ১১ বস্তিতে কুলিং জোন করা হবে : আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৬ মে ২০২৪  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম

গরমের এই সময়ে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর ১১টি বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

সোমবার (৬ মে) সকালে রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মাঝে ছাতা, পানি ও স্যালাইন বিতরণকালে মেয়র এসব কথা জানান।

গরম থেকে স্বস্তি দিতে ৩৫ হাজার নিবন্ধিত রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর উত্তরায় মেয়রের কাছ থেকে ছাতা, স্যালাইন এবং পানির বোতল পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন রিকশা চালকরা।

সবার প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এডিস মশার ঝুঁকিও শুরু হয়। এডিশ মশার ঝুঁকি থেকে রক্ষা পেতে নগরকে পরিষ্কার রাখতে হবে। রাজধানী ঢাকাকে বসবাসযোগ্য এবং আধুনিক রাখতে হলে একসঙ্গে কাজ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই গরমের সঙ্গে রাজধানীবাসীর যুদ্ধ চলমান। গরম থেকে স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নানামুখি কার্যক্রম চলমান থাকবে। রোদে রিকশা চালাতে যেন কিছুটা আরাম হয়, সেজন্য ছাতা দেওয়ার পাশাপাশি বস্তিবাসিদের জন্য এলাকায় কুলিং জোন করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়