ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ঢাকাকে পরিবেশ বান্ধব সুন্দর শহরে রূপান্তরিত করা হবে : রাজউক চেয়ারম্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ২ মে ২০২৪  

ঢাকাকে পরিবেশ বান্ধব সুন্দর শহরে রূপান্তরিত করা হবে : ড. মো. ছিদ্দিকুর রহমান

ঢাকাকে পরিবেশ বান্ধব সুন্দর শহরে রূপান্তরিত করা হবে : ড. মো. ছিদ্দিকুর রহমান

ঢাকা মহানগরীকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)।ঢাকা মহানগরীকে পরিবেশ বান্ধব একটি সুন্দর শহরে রূপান্তরিত করার লক্ষ্যে ঢাকাকে ৮টি জোনে ভাগ করে কাজ করবেন বলে জানান তিনি।

গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়