ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই : কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৩০ এপ্রিল ২০২৪  

প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই : কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই : কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ। বাংলাদেশে প্রতিষ্ঠানিক কল-কারখানায় কোনো শিশু শ্রম নেই।

তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কেউ একজন কাজের ছেলে রেখেছেন বা একজন মেয়ে রেখেছেন। গরিব ঘরের সন্তানকে গ্যারেজে কাজ শেখানোর জন্য দিয়েছেন, পরে সে হয়তো পরিবারের হাল ধরবেন। এ রকম অনেক বিষয় আছে। এক্ষেত্রে হস্তক্ষেপ নিলেও অনেক সময় বন্ধ করা সম্ভব হয় না। 

মঙ্গলবার সচিবালয়ে মহান মে দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, এবার প্রথম শ্রম সেক্টরে ঈদের আগে অন্যান্য বছর যেভাবে অরাজকতা হতো, সড়ক অবরোধ করতো সেটা হয়নি। আগে মালিক-শ্রমিক একটা বৈরি সম্পর্ক ছিল। আমরা এখানে কনফারেন্স রুমে বসে সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো টেবিলেই সমাধান করেছি। শ্রমিকদের পাওনা বেতন-বোনাস ছুটির আগেই তাদের দিতে সক্ষম হয়েছি।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মাহবুব হোসেন, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. তরিকুল আলম প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ
জনপ্রিয়