ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পেলেন ১৩১ কর্মকর্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১১ মার্চ ২০২৪  

সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পেলেন ১৩১ কর্মকর্তা

সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পেলেন ১৩১ কর্মকর্তা

সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি পেয়েছেন ১৩১ কর্মকর্তা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।এর আগে, তারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ/সমপর্যায়ের বিচারক জুডিসিয়াল সার্ভিসে কর্মরত ছিলেন।

গতকাল রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার।

এতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ/সমপর্যায়ের পদে স্ব-স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে উল্লিখিত বিচারকদের পদোন্নতি কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাই বিজেএস ১১শ ব্যাচের।

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়