ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

২০০ যাত্রী নিয়ে ইতালির পথে বিমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২৭ মার্চ ২০২৪  

২০০ যাত্রী নিয়ে ইতালির পথে বিমান

২০০ যাত্রী নিয়ে ইতালির পথে বিমান

৯ বছর পর ইতালির রোমে ফ্লাইট শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল ২৬ মার্চ দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-রোম-ঢাকা রুটের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এর আগে ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম ফ্লাইট চালু হয়। তবে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, ঢাকা থেকে মধ্যরাত সাড়ে ৩টায় রোমের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ যাত্রা করে। ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে ২৭ মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত সোয়া ১২টায়।

তিনি জানান, ২৬ মার্চের প্রথম ফ্লাইটে বিজনেস ক্লাস ২৩ জন এবং ইকোনমি ক্লাসে ১৭৭ জন যাত্রা করেন। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে সাতজন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন (ফুল বুকড) যাত্রা করবেন। বিমান জানায়, ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্য ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট WWW.biman airlines.com), মোবাইল অ্যাপস, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারছেন। নতুন রুট উপলক্ষে দেওয়া হয়েছে ১৫-২০% পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে বিমান। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে। এ রুটটি চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম ইতালির সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
জনপ্রিয়