ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

তীব্র দাবদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২৮ এপ্রিল ২০২৪  

তীব্র দাবদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

তীব্র দাবদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

তীব্র দাবদাহের মধ্যে সড়কে দায়িত্বরত পুলিশকে কিছুটা শীতল ও স্বস্তিতে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের লখনৌর ট্র্যাফিক বিভাগ। ‘ঠান্ডা উদ্যোগ’ নামে পরিচিত এই প্রকল্পের আওতায় এমন বেশকিছু ‘এসি হেলমেট’ গেল সপ্তাহে উন্মোচন করা হয়েছে। আবহাওয়ার কথা মাথায় রেখে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। 

জানা গেছে, ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট তৈরি করা হয়। ব্যাটারিচালিত এই হেলমেটগুলো রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ট্রাফিক পুলিশদের।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে। এছাড়া লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেওয়া শুরু হয়। 

এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন। 

সর্বশেষ
জনপ্রিয়