কবিতা পর্ব : স্কুলের বারান্দায়
সৌমেন্দ্র গোস্বামী

ফাইল ছবি
সব অসহায়ত্বের গায়ে একদিন কদম ফুটবে
কফি মেশিনে টাচ করতেই বিদেশি সৌরভে ভরে
উঠবে ঘর; মাস খরচের টাকা বাবার হাতে দেওয়ার পর
দেদারসে ঘুরে আসার সামর্থ থাকবে দার্জিলিং
গোটা দশেক কবিতা তোমার নামে উৎসর্গ করে
অশ্বমেধের ঘোড়া হয়ে
নির্বিবাদে ছুটবো টগবগ করে
তখন তুমি কত না দূরে
কারো পালস রেট, কারো বুকের ব্যথা নিয়ে ব্যস্ত
ডাক্তারি বিদ্যা দিয়ে বহু মানুষের কষ্ট লাঘব করবে সন্দেহ নেই
অথচ এই আমি, যে দস্তুর মতো তোমাকে ভালোবেসে গেলাম
তার বুকের ব্যথার খবর জানবে না
কেউ কেন ভালোবেসে ফেলে, কেন কষ্ট পায়
ডাক্তারি বিদ্যায় কোনো পাঠ আছে কি না জানি না
শুধু একটি অনুরোধ, সাদা সালোয়ার কামিজ আর পরবে না
নীল শাড়ি পরলে পরবে লুকিয়ে, ফেসবুকে ছবি দেবে না
আমার খুব কষ্ট হয়, ইচ্ছা করে পাশে গিয়ে দাঁড়াই
কিন্তু যে যোগ্যতা, যে জোরে মানুষ মানুষকে আটকায়
কোনোটিই কোনোদিন ছিল না
আমি চিরদিনই ব্যর্থ মানুষ; সফলতা শুধু এই—
তোমাকে ভালোবেসে তোমার জন্য রচনা করছি জীবন প্রতিষ্ঠান।
- ছোট গল্প: হৃদয় আকাশে মেঘ
- কবিতা: মায়ের ভাষা
- কবিতা: চৈতী তৃষা
- স্যুলি প্রুদোম : সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী
- কবিতা: সাদা পাথর ছুঁয়েছে মন
- কবিতা: নীল-দিগন্ত ও শোনো, উত্তর দাও
- কবিতা: কখনো কি, বিধ্বস্ত নগরী ও অর্থ
- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ
- আনি আরনক্স: আত্মজীবনীর নতুন রূপকার
- সাহিত্য কর্ম: চন্দ্রলেখা