ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা পর্ব: শেষ ইচ্ছা

সালাহ উদ্দিন মাহমুদ

প্রকাশিত: ১৪:২৩, ১৪ জানুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোনো এক অপূর্ণতা নিয়েই হয়তো বিদায় নিতে হবে;
করি করি করেও কাজটি কখনোই করা হবে না।
কাউকে বলাও হবে না আমার ইচ্ছাটা কী ছিল?
কাছের মানুষগুলো হয়তো নিজেদের ইচ্ছাকেই আমার বলে চালিয়ে দেবে:
তখন ধমক দেওয়ার আমি থাকবো না, চ্যালেঞ্জ করার কেউ থাকবে না।
পরকালেও হয়তো জানবো না, পৃথিবীতে আমার শেষ ইচ্ছা বলতে কী ছিল?
অথচ আমার শেষ ইচ্ছাই ছিল পৃথিবী থেকে বিদায় নেওয়া।

সর্বশেষ
জনপ্রিয়