ভারত-শ্রীলংকা ম্যাচে পরিসংখ্যানে যারা এগিয়ে
স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
দুই দলের পরিসংখ্যানও কথা বলছে ভারতের হয়েই। একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬৬টি ম্যাচে। এসবের মধ্যে ভারত জয় পেয়েছে ৯৭টি ম্যাচে যেখানে শ্রীলংকার জয় ৫৭টি, ১১টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অবশ্য এশিয়া কাপের পরিসংখ্যান বিবেচনায় নিলে দুই দলই আছে সমান অবস্থানে। এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোট ২২ বারের দেখায় দুই দলই জিতেছে ১১ টি করে ম্যাচ। তবে শিরোপার হিসেবে আবার কিছুটা এগিয়ে আছে ভারতীয়রাই।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে ভারত শিরোপা জিতেছে মোট ৭ বার, অন্যদিকে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার।
আজ তাই লংকানদের সামনে সুযোগ থাকছে ঘরের মাঠে ভারতকে হারিয়ে রোহিত শর্মাদের সঙ্গে একই কাতারে পৌঁছে যাওয়ার। অন্যদিকে শীর্ষ রেখেই এশিয়া কাপ শেষ করার সুযোগ রয়েছে ভারতের সামনেও।
- বিপিএলে এবার ঢাকায় থাকবেন মুশফিক!
- যত টাকায় দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ
- নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন তামিম ও মাহমুদউল্লাহ
- তামিমের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে যা জানালো বিসিবি
- বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে টাইগারদের যে পরামর্শ দিলেন আশরাফুল
- আর্জেন্টিনার পরাজয়ের দিনে ব্রাজিলের দুর্দান্ত জয়
- ইন্টার মায়ামিতে প্রথম ম্যাচেই মেসির চমক
- সব দায়িত্ব আমার একার না: সাকিব
- এশিয়া কাপের আগেই দিতে হবে বিশ্বকাপের স্কোয়াড
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ