ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

মৎস্য চাষ বিষয়ে সরিষাবাড়ীতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১১ জুন ২০২৪  

মৎস্য চাষ বিষয়ে সরিষাবাড়ীতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

মৎস্য চাষ বিষয়ে সরিষাবাড়ীতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

মৎস্য চাষ বিষয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাত দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেকার যুবক-যুবতীদের মৎস্য চাষ করে বাড়তি আয় বৃদ্ধির করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বেকার যুবক-যুবতীদের  স্বাবলম্বী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়