ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অক্টোবরে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ৫ মে ২০২৪  

অক্টোবরে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ

অক্টোবরে চালু হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আবদুল হালিম বলেছেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমোডিটিজ নিয়ে কাজ করছে। সিএসই কমোডিটি চলতি সালের অক্টোবরের মধ্যে চালু হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত ফিন্যান্সিয়াল ডারভাইটিভস অন এক্সচেঞ্জ ট্রেড প্লাটফরম শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। বিএসইসি, সিডিবিএল, সিসিবিএল, মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানির শীর্ষ নির্বাহীদের অংশগ্রহণে গাজীপুরের ব্র্যাক সিডিএমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ছামিউল ইসলামের সঞ্চালনায় দুই দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান, ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ।

আবদুল হালিম বলেন, বিশ্বের অনেক দেশে কমোডিটি এক্সচেঞ্জ আগে থেকে চালু আছে। তাই যারা এ বিষয় নিয়ে কাজ করবেন তাদের প্রয়োজনে সেসব দেশ থেকে শিক্ষা নিয়ে আসতে হবে। শুধু ইকুইটি দিয়ে মার্কেট বড় হবে না। মার্কেট বড় করতে বিভিন্ন ধরনের পণ্য দরকার।

সর্বশেষ
জনপ্রিয়