ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

কক্সবাজারে চালু হচ্ছে বিআরটিসির দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ৫ জানুয়ারি ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে আগত পর্যটকদের ভ্রমণ আনন্দকে আরও গতিশীল করতে প্রথমবারের মতো দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করছে কক্সবাজার জেলা প্রশাসন। আগামী ১০ জানুয়ারি থেকে মেরিন ড্রাইভ সড়কে চলাচল করবে ছাদখোলা দ্বিতল পর্যটক বাসগুলো।

আধুনিক এই ট্যুরিস্ট বাসের একটিতে রয়েছে ৫৬ টি আসন, আরেকটিতে ৭৫ টি আসন। সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রে এ ট্যুরিস্ট বাসের টিকিট পাওয়া যাবে। যার মূল্য খোলা ছাদে অর্থাৎ আপার ডেকে ৭০০ টাকা আর নীচ তলায় অর্থাৎ লোয়ার ডেকে ৬০০ টাকা।

এদিকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এবং বিআরটিসির পক্ষে কক্সবাজার ইউনিট প্রধান আজিজুল হক এ সাক্ষর করেন।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা। এ সময় তিনি বলেন, 'পর্যটন নগরীতে বিআরটিসির ডিপো করার পরিকল্পনা আছে। পরবর্তীতে এ সুবিধা আরও বাড়ানো হবে। লাল-সবুজের বিআরটিসির সেবা সারাদেশে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হবে।' 

এ সময় দেয়া বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, 'পর্যটকদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। এখানে মেরিন ড্রাইভ দিয়ে ৬ টি স্থান পরিদর্শন করা যাবে দুইটি বাসে। প্রতিদিন সকাল ৯ টায় আর সাড়ে ১০ টায় লাবনী পয়েন্ট থেকে দুইটা বাস ছেড়ে যাবে। যার মূল্য খোলা ছাদে ৭০০ টাকা আর নীচ তলায় ৬০০ টাকা।' 

ট্যুরিস্ট বাস সার্ভিস লাভের জন্য নয় বরং কক্সবাজারের পর্যটনকে বিকশিত করতেই চালু করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। তিনি বলেন, 'এটি পর্যটকদের জন্য বিশেষ একটি সুযোগ। দৃষ্টিনন্দন বাসগুলোতে করে মেরিন ড্রাইভ সড়কে নির্বিঘ্নে ঘুরা যাবে ।' 

ট্যুরিস্ট বাস সার্ভিসে দুইটি ট্রিপের মধ্যে প্রথম ট্রিপ শুরু হবে সকাল ৯ টায় এবং দ্বিতীয় ট্রিপ শুরু হবে সকাল সাড়ে ১০ টায়। প্রেসিডেন্ট বীচ পয়েন্ট, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক হয়ে সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত ৬ টি পয়েন্টে যাত্রাবিরতি দিবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়