ঢাকা, রোববার   ০২ জুন ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

কবিতা পর্ব: আলোর প্লাবন

অনিন্দ্য নূর

প্রকাশিত: ১৪:১৫, ১৮ জানুয়ারি ২০২৪  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণের আলোর প্লাবনে—কাক ভেজা চাঁদ
ডুবে গেছো—মুগ্ধ নীলাকাশ গঙ্গায়।
অন্ধ কানাকানির দেউলিয়া বাতাস
উড়িয়ে দেয় স্বপ্ন পোড়া চোখের জ্যোতি।
পুঞ্জিভূত আলোর ফেরিওয়ালা নগরীতে এসো—
কত সহস্র রঙিন নিয়ন আলোয়
মানুষের মেকি মুখমণ্ডল—অদ্ভুত কারুকার্য!
ধুলোমাখা পথ-ঘাট পার্থিব প্রকৃতি অনেকটাই
চিজ মাখা স্পঞ্জের নীল দুঃখ।
আলোর ফেরিওয়ালা—এবার আমাদের
ভাগ্যাকাশে আহত কালো বর্ণগুলো
          আলোকিত করে দাও!

সর্বশেষ
জনপ্রিয়