ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

কবিতা পর্ব: ওলটপালট

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১২:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরং আমাকে একেবারে শূন্য করে দাও
তবুও আর ধীরে ধীরে শূন্য করো না
আমার ওসব এখন ভালো লাগে না
পৃথিবীর নেশা তোমার মাস্তুলেই থাকুক
তখন এখনো-
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলবো
এক মিনিটের জন্য হলেও অর্ধাঙ্গ হিসাবে চেয়েছি।

বরং আমার কান্না মুছে দাও
আর কান্নার জলস্রোত এনো না
ওইসব বিয়োজনে আমাকে রেখো না
একটু ভালোবাসা আমার চোখে দাও
আজও কালও-
নিশ্বাস বন্ধ হওয়ার এক মিনিট আগেও বলবো
আমি শুধু তোমার সাথে সংসারের গ্লানি চেয়েছি।

অন্য সম্পর্কে আর ডেকো না
তুমি ডাকলেই সব ওলটপালট হয়ে যায়।

সর্বশেষ
জনপ্রিয়