ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

কবিতা পর্ব: তুমিময়

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১২:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেখা হলেই মরে যাই
বুকের ভেতর পুরোনো কথারা বিদীর্ণ করে
তোমার চোখে তাকাতে গিয়ে নিস্তেজ হয়ে যাই
ভবিষ্যৎ অন্ধকারে ভেসে ওঠে
হৃদয়ের ঘুরপাকে শরীরে ভারসাম্যে হারিয়ে ফেলি।

দূরে গেলেও মরে যাই
কান্নায় পৃথিবীতে জলোচ্ছ্বাস নেমে আসে
অস্থিরতায়, অসহ্য বিয়োগে ঘুমহীনতা মিছিলে নেমে যায়
মিছিলের অনিয়মে জীবন এলোমেলো হয়ে ওঠে
ঘুমহীন রাতের মুনাজাতের সবটুকু তুমিময় হয়ে ওঠে।

সর্বশেষ
জনপ্রিয়