ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কবিতা পর্ব: দাবি তুলো না

জান্নাতুল নাঈম

প্রকাশিত: ১২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহুকাল একাকিত্বের শেকলে বাঁধা পড়ে আছি
নিজেকে নিজেই বেঁধে নিয়েছি
অবহেলায় জল সাঁতরে উঠে নিজেকে বেঁধেছি
তুমি এসে শেকল খোলো না
আমি আবার ভালোবাসি ফেলবো
যা ইচ্ছে হতে দাও
অধিকারের দাবি নিয়ে এসো না
প্রেমিক না হতে পারলে আর কখনো এসো না
বন্ধুত্বের দাবিটুকু তোমার বাড়ির নিকটে
ডাকাতিয়া নদীর জলে ফেলে এসো
যেমন করে প্রত্যাখানে ভালোবাসা ছেড়েছো।

আমাকে একাকিত্বে বন্দি হতে দাও
আর পাশে থাকার কোনো দাবি তুলো না।

সর্বশেষ
জনপ্রিয়