ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কবিতা পর্ব: দিশেহারা

শায়লা জাবীন

প্রকাশিত: ১৩:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪  

ফাইল ছবি

ফাইল ছবি

এপাশের কষ্টটা আমি জানি
তাই ওপাশের কষ্টটাও ইঞ্চি দিয়ে মাপি
ছেড়া দিন বোবা রাত আর কুয়ায় ফেলা রশি...
ভার টেনে চলা ঠেলাগাড়ির চালকের এক চিলতে হাসি,
স্মৃতির লড়াই নাকি ভীষণ রাগ
অনুরাগ, অভিমান অথবা প্রেমালাম
যোজন দূর, নিরুদ্দেশ আর দীর্ঘশ্বাস এর বেড়াজালে
পারলে কি ছুঁয়ে যেতে সেই দিন....
যেদিন গোধূলি বেলাও সুনীল
পায়ের চিহ্ন অমলিন
মন আর মগজের গরমিল....
শিউলি ফুলের মালা আর
তোমার চোখের তারা
সব সময়েই মন ব্যাকুল
দুজনেই দিশেহারা!

সর্বশেষ
জনপ্রিয়