ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

কবিতা পর্ব: শহীদ মিনারের কষ্ট

মানিক পাল

প্রকাশিত: ১৩:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪  

ফাইল ছবি

ফাইল ছবি

‘শহীদ মিনার’ বলছি
আমি—
ইট পাথরে গড়া,
সবাই বলে লক্ষ প্রাণের
রক্তের স্মৃতি ঘেরা!

কত ব্যথা মোর বক্ষ অতলে
কার কাছে খুলে কই
নিজেই নিজের লজ্জা ঢাকি
একা-একা সব সই!

কোথায় লালন-বাউল বাংলার
ভাটিয়ালি সব গীতি
কোথায় আমার জীবনানন্দের
রূপসী বাংলার স্মৃতি?

কোথায় আমার স্নেহের ডাকা
মা-বাবা আর ঠাম্মি?
সবার মুখে শুধুই যে আজ
ড্যাড, ব্রাদার আর মাম্মি!

একুশ এলেই মুখে মুখে শুনি
শহীদ প্রেমের গান,
ইট পাথরের পাঁজর ভেদি
জেগে ওঠে মোর প্রাণ।

কথায়-কথায় ভিনদেশি বোল
বাংলায় শত ভুল
একুশ এলেই ভাষার প্রেমে
আমার আঙিনায় ফুল!

একুশ এলে প্রাণ জাগে মোর
করে শুধু হাহাকার,
সবার কাতারে দাঁড়ায় যখন
দেখি কত রাজাকার!

একুশ এলে লাখো জনতার
যখন নামে ঢল
ফুল পাহাড়ের তলায় দেখো
আমার চোখের জল।

সর্বশেষ
জনপ্রিয়