ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

কবিতা পর্ব : তুমি শুধু তুমি নও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ৯ মে ২০২৪  

কবিতা পর্ব : তুমি শুধু তুমি নও

কবিতা পর্ব : তুমি শুধু তুমি নও

তুমি শুধু তুমি নও

তাকে দেখে দেখে আশ মেটে না কেন?
তাকে বলে বলে কথা ফুরায় না কেন?
তার পানে চেয়ে কত দীঘল রজনী
কত তপ্ত দুপুর আর সোনালি বিকেল
কত অমাবস্যা, পূর্ণিমা হয়েছে গত।
কিছুই ফুরায় না, কিছুই শেষ হয় না কোনদিন
আমার ভালো লাগার মতো সবই যেন অক্ষয়
যতক্ষণ কাছে কাছে থাকা, যতক্ষণ কাছে পাওয়া
এক বিন্দু সময় কর্পূরের মত উবে যাওয়া।
তবু তো আশ মেটে না, তবু তো কথা ফুরায় না;
আমার এ আজন্ম সম্বন্ধটাকে কী নাম দেবে?
আমরা নিছক দম্পতি নই!
আমরা কখনো প্রেমিক, কখনো চরম বিদ্রোহী
কখনও ঝরনার মতো দুর্বার, প্রজাপতির মতো চঞ্চল
একে কী নাম দেবে তুমি?
আমার কাছে তুমি জোছনা রাতের মায়া
আবার কখনো তপ্ত সূর্যের তেজ
গাছের নিশ্ছিদ্র সবুজ
গোধূলির মায়া, সুনীল আকাশ
আমার কাছে তুমি রোজকার, কিন্তু তবু খুব স্বতন্ত্র
একেবারে অনেকের মধ্যে একজন।
আমার কাছে তুমি ভীষণ আটপৌরে
এই ধরা যাক, প্রতিদিন নিজের মতো করে—
শাসন করা যায়, ভালোবাসা যায়,
আর অকপটে যাকে সব বলা যায়।
আমার কাছে, তুমি শুধু তুমি নও
আমার আমিকে বাঁচিয়ে রাখার রক্ষাকবচ।

****

সর্বশেষ
জনপ্রিয়