ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কবিতা পর্ব : নারী ও মাতৃভূমি

আবু আফজাল সালেহ

প্রকাশিত: ১৩:০৩, ২৯ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারী

উত্তপ্ত দুপুরে নারী পান্না ঢেউ—
আমাদের চোখ দেখে
শুধুই রক্তমাংস।

অথচ নারী ফেরেন দৃঢ়ভাবেই
প্রতিটি পদক্ষেপে।

সভ্যতার প্রতি ইঞ্চিতে নারী—
আমি মনের মধ্যে ঢুকে যেতে চাই
মনের পাপ নেই, আফসোস থাকে না।

****

মাতৃভূমি

রামু গেয়ে উঠুক
ঢাকেশ্বরী নেচে উঠুক
বাগেরহাট করুক মোনাজাত।
দোয়েল নেচে যাক অবিরত
কাঁঠালের গায়ে—
অর্কেস্ট্রা হোক মাতৃভূমি।

সর্বশেষ
জনপ্রিয়