ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা পর্ব : নিজের ঘরে অন্য কেউ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৩ মার্চ ২০২৪  

কবিতা পর্ব : নিজের ঘরে অন্য কেউ

কবিতা পর্ব : নিজের ঘরে অন্য কেউ

নিজের ঘরে অন্য কেউ

মানুষের ভেতর মানুষ যখনই মরে যায়
তখন চোখের পর্দা অন্তর্দৃষ্টি কেড়ে নেয়
জাগতিক রঙের রঙিন ছবি
জ্ঞানে বা বিজ্ঞানে
যতই শরীরে আঁকা হোক
শিরা বা উপশিরায়
যতই প্রবাহিত হোক জাগতিক বোধ
তবুও অন্তর্দৃষ্টি খসে যায়
বিবেকের আবরণে ভেতর বিবেক
মনুষ্যত্ব আবরণে ভেতরের মনুষ্যত্ব
মরে যায় কিংবা বেঁচে থাকে
গভীর শীতনিদ্রার অবচেতনের ঘরে

বুকের ভেতর শৈশবের শিশু মরে গেলে
কৈশোরের দুরন্ত ঘোড়াটা মরে গেলে
যৌবনের ফুসফুসে যদি জমে যায়
জং ধরা দীর্ঘশ্বাস
তখন ভেতর মানুষটার ভেতরে
অন্য কেউ
অন্তর্দৃষ্টি শূন্য মাটির শরীর
যে মাটিতে ফুল নেই, গন্ধ নেই
আমি আমি প্রাণ নেই

****

সর্বশেষ
জনপ্রিয়