ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

কবিতা পর্ব : শেষ চাওয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১০ মে ২০২৪  

কবিতা পর্ব : শেষ চাওয়া

কবিতা পর্ব : শেষ চাওয়া

শেষ চাওয়া

তুমি জানতেও পারো না
আমার নির্ঘুম রাত্রিগুলো কীভাবে কাটে,
অনির্বচনীয় বেদনার প্রতিটি প্রহর
একেকটি মিনিট যেন একেকটি যুগ।
দুচোখে ঘুম নেই কত কাল
কতশত বার বিছানায় এলিয়ে
চকিতে জেগে উঠেছি তার সঠিক
গণনা আমার জানা নেই।
ছারপোকা আর মশারা জেগে থাকে,
আকাশে জোছনা প্রদীপ হয়ে
আর আমি ঘুমহীন অনন্ত বিষাদে।
বেশ কয়েকটা বছর হতে চললো
তোমার সঙ্গে আমার শেষ কথা;
না ওটাকে ঠিক কথা বলা যায় না
ওটা ছিল বিলাপ আর নিয়ম রক্ষার অনুরোধ,
তোমার ক্লান্ত অথচ দৃঢ় বলার ভঙ্গি
আমাকে আজও অবাক করে!
সূর্য অস্ত যাওয়াটা খুব পছন্দ তোমার
অস্তিমিত সূর্যে নাকি, কী একটা মায়া আছে!
সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে জানান দেয়,
না ফুরাবার গল্প
আর জানান দেয় ভালো লাগার প্রতিটি রং লাল
তা সেটা সিঁদুরই হোক বা আলতা।
সূর্য ডুবে গেলে পরে, বারান্দায় বসে এককাপ চায়ে
খুব আগ্রহ তোমার,
ভাবি, আমি তোমার পছন্দের তালিকায় কেন আজও জায়গা পেলাম না, কে জানে?
বললে অবশ্য বলতে—
‘তুমি আমার আদরের ধন নও, তুমি আমার সমস্ত পৃথিবী’।
এখন শুধু এটুকু নিয়েই বেঁচে থাকা
তুমি চলে গেলে, রেখে গেলে স্মৃতি;
অব্যক্ত ব্যথা আর হতাশায় ডুবে যাওয়া তুমিহীন আমিকে।
ওপারে ভালো থেকো তুমি।

সর্বশেষ
জনপ্রিয়