ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবিতা : মায়াকাটা ঘুড়ি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ২৮ মার্চ ২০২৪  

কবিতা : মায়াকাটা ঘুড়ি

কবিতা : মায়াকাটা ঘুড়ি

ছেড়ে যাওয়া মানুষটাকে
দু’কদম এগিয়ে দেওয়ার মতো আনন্দ
আর কী হতে পারে বলো?
যে আনন্দের আতিশয্যে দূরত্ব বাড়িয়েছিলে
কায়মনোবাক্যে ঠিক আমারও প্রার্থনা—
‘সে আনন্দ’ই তোমার প্রাপ্য হোক!’

শখের ঘুড়িটাকে মায়া কেটে যখন
মহাশূন্যে হারিয়ে যেতে দেখলাম
সেদিন থেকেই শিখলাম—
ভালোবাসলেই সবকিছু আটকে রাখা যায় না।

আচমকা নয় বরং সঙ্গোপনে ধিকিধিকি
বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পুড়লে
কেমন লাগে তুমি জানো?
দৃশ্যমান হুতাশনে অন্তত পোড়াভিটাটা থাকে,
কিন্তু প্রবঞ্চনার অনল আঁকড়ে বাঁচার জন্য
একমুঠো পোড়া মাটিও রাখে না।

নিয়তির দোষে তো আজন্মই কপাল পোড়া
তোমার ভালোবাসায় না হয় বুকটাও পুড়লো!

সর্বশেষ
জনপ্রিয়