ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ২৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনে বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা দিবস ২০২৩ পালিত হয়েছে। প্রতিবারের মতো এবারও উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।

২৬শে মার্চ প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে সকাল হওয়ার সাথে সাথে বাজিতপুর ডাকবাংলো মাঠ সংলগ্ন স্মৃতিতম্ভে স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টায় বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোরম ডিসপ্লে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়