ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ২৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে ৫৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

২০২২-২৩ অর্থবছরের খরিপ ১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে তোষা পাটবীজ বিতরণ কর্মসূচির আওতায় ৫৩০০ কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়