ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধী বাউল শিল্পীর পাশে দাঁড়িয়েছেন কেন্দুয়ার ইউএনও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৪ মে ২০২৪  

দৃষ্টিপ্রতিবন্ধী বাউল শিল্পীর পাশে দাঁড়িয়েছেন কেন্দুয়ার ইউএনও

দৃষ্টিপ্রতিবন্ধী বাউল শিল্পীর পাশে দাঁড়িয়েছেন কেন্দুয়ার ইউএনও

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইমাসকা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী বাউল শিল্পী প্রদীপ পালের পারিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।গত বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় তিনি প্রদীপ পালের বাড়িতে যান। তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী তুলে দেন। প্রদীপ পালের বাড়িতে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টয়লেট নির্মাণ ও নলকূপ স্থাপন, তার স্ত্রীকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদানসহ মনিহারি দোকান করে দেওয়ার আশ্বাসও দেন ইউএনও। 

ইউএনওর এমন আশ্বাসে প্রদীপ পালের পরিবারসহ খুশি প্রতিবেশীরাও। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, পল্লীবিদ্যুতের ডিজিএম মুজিবুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। 

প্রদীপ পাল বলেন, ‘বসতভিটাটুকু ছাড়া কোনো সহায়সম্পদ নেই। আমি বিভিন্ন হাটবাজারে গান গেয়ে যা উপার্জন করেছি তা দিয়েই সংসার চালিয়েছি। আটটি বোনের বিয়ে দিয়েছি। এখন বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার। তাদের ভরণপোষণ চলে আমার উপার্জনের টাকা দিয়েই। এখন রোগে আক্রান্ত হয়ে গেছি। তাই পরিবার নিয়ে অতি কষ্টে দিনযাপন করছি। ইউএনও স্যার বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। তিনি পরিবারের জন্য যা যা প্রয়োজন সবই করবেন বলেছেন। ইউএনও স্যারের জন্য আশীর্বাদ করি, তিনি যেন দীর্ঘজীবী হন।’ 

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ‘সম্প্রতি কেন্দুয়ার কৃতীসন্তান একুশে পদকপ্রাপ্ত মরমি বাউল জালাল উদ্দীন খাঁ স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালাল মেলা অনুষ্ঠিত হয়। তিন দিনের এ মেলায় দেশের তারকা লোকশিল্পী কুদ্দুস বয়াতী, বাউল সুনীল কর্মকার, বাউল সালাম সরকারসহ অর্ধশতাধিক শিল্পী জালাল গীতি পরিবেশন করেন। সেখানেই শিল্পী প্রদীপ পালের সঙ্গে পরিচয় হয়। তার পরিবারের সহায়তায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।’ 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়