ঢাকা, রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেব্রুয়ারির বোনাস দিন ‘লিপ ডে’ উপভোগ করছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজ ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পবিবার), ‘লিপ ডে’। দিনটিকে উদযাপন করতে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করে ফেব্রুয়ারির বোনাস দিনটি উপভোগ করছে।

কোনো তথ্য জানতে সার্চ ইঞ্জিন গুগলে এলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডল। এতে দেখা যাচ্ছে, একটি ব্যাঙ, যার গায়ে লেখা ২৯। একটি পুকুরের ডানদিক থেকে লাফিয়ে এসে একটি পদ্মপাতার ওপর বসছে ব্যাঙটি। এরপর ২৯ সংখ্যাটিকে ভাসিয়ে আবার বামদিক দিয়ে লাফিয়ে বের হয়ে যাচ্ছে। আর এই সবকিছু ঘটছে পাতা আর পাথরের এক নির্মল পরিবেশে।

এই ডুডলের মাধ্যমে গুগল যে বার্তাটা দিচ্ছে তা হলো- ‌‌‘দারুণ খবর, আজ লিপ ডে! ৪ বছর পর পর আসে লিপ ডে, ২৯ ফেব্রুয়ারি যাতে আমাদের ক্যালেন্ডারগুলোকে পৃথিবী এবং সূর্যের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। ফেব্রুয়ারির এই বোনাস দিনটি উপভোগ করুন- শুভ লিপ ডে’।

এই ডুডলে ক্লিক করলে আজকের দিন অর্থাৎ লিপ ডে বা লিপ ইয়ার সম্পর্কিত তথ্য পাওয়া যাচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়