ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বিশ্বকবির জন্মদিন আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৮ মে ২০২৪  

বিশ্বকবির জন্মদিন আজ

বিশ্বকবির জন্মদিন আজ

নিজের অসামান্য সৃজনশীলতা ও অমর সৃষ্টি দিয়ে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে গর্বের সঙ্গে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প এবং অসংখ্য গান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জম্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। তাঁর বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবী। উচ্চশিক্ষার জন্য বিলেত গেলেও গতানুগতিক প্রাতিষ্ঠানিক গন্ডির বাইরে অনন্য এক উচ্চতা ছুঁতে চেয়েছিলেন রবি ঠাকুর। নিজের সময়ে থেকেও তিনি ধারণ করেছিলেন অনাগত কালকে। তাই তো তাঁর সব সৃষ্টিকর্ম এখনো সমান আবেদন নিয়ে মুগ্ধ করছে অনুরাগীদের। নানা আয়োজনে আজ দিবসটি উদযাপন করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, কবিতা, গান এবং গীতি নৃত্যনাট্য। বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও বেতারেও সম্প্রচার করা হবে বিশ্বকবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগনার কাচারিবাড়ি পতিসরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে। জন্মের ১৬৩ বছর পেরিয়ে গেলেও বাঙালির জীবন ও মানসে তাঁর উপস্থিতি এখনো দীপ্যমান। আমাদের জাতীয় সংগীতের স্রষ্টাও রবীন্দ্রনাথ। তিনি ছিলেন একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার ও চিত্রশিল্পী। বাংলা ১৩৪৮ সালের ২২ শ্রাবণ (ইংরেজি ১৯৪১ সালের ৬ আগস্ট) বাদলঝরা দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ইহলোক ত্যাগ করেন বিশ্বকবি। কবিগুরুর মৃত্যুতে ওই দিনই শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, ‘দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত-পথের কোলে/বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে/শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে।’ আধুনিকতায় মানুষ অনেক বেশি যান্ত্রিক হলেও আবেগ-অনুভূতি প্রকাশে এখনো ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ।

রবীন্দ্রজয়ন্তী স্মরণে ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী : কবির জন্মজয়ন্তী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চায়ন করেছে কবি রচিত দর্শকনন্দিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই গীতিনাট্যটি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

সর্বশেষ
জনপ্রিয়