ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২ মে ২০২৪  

ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

ময়মনসিংহের গৌরীপুরে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।গণসচেতনতাই দুর্নীতি প্রতিরোধের একমাত্র উপায় শীর্ষক বিষয় নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। আটটি শিক্ষা প্রতিষ্ঠানেরর মধ্যে থেকে ৪টি গ্রুপে বিজয়ী ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২য় রাউন্ড সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল ৬ মে ।

বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্যামগঞ্জ উচ্চরবিদ্যালয়ের মধ্যকার প্রতিযোগিতায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়েরর মধ্যকার প্রতিযোগিতায় শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।

নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় ও পাছার উচ্চবিদ্যালয়ের মধ্যকার প্রতিযোগিতায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় বনাম ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার মধ্যে ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসা অনুপুস্থিত থাকায় গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়কে বিজয়ী ঘোষনা করেন।

বিতার্কিকদের পক্ষ-বিপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে ওঠে আসে দুর্নীতি একটি সামাজিক ব্যধি। এর থেকে সকলকেই মুক্ত থাকতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে। দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরীর জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভুমিকা অনস্বীকার্য।

এজন্য সামাজিক সচেতনতা তৈরী করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গৌরীপুর উপজেলার শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে মডারেটরের দায়ীত্ব পালন করেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। বিচারক হিসেবে দায়ীত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা সহকারি প্রোগ্রামার আইসিটি আবুল কালাম আজাদ।

বিতর্কে অংশ নেওয়া দল ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়