ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : ময়মনসিংহ জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ২ মে ২০২৪  

সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : ময়মনসিংহ জেলা প্রশাসক

সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : ময়মনসিংহ জেলা প্রশাসক

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সর্বপ্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। আমি চাই ময়মনসিংহ বিভাগে কোন সমস্যা ছাড়া সুষ্ঠু ভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন হোক। কোন প্রকার কারচুপি বরদাস্ত করা হবে না। আমরা নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী। কাজেই ভয় পাওয়ার কোন কারণ নেই।

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়