ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৪ জানুয়ারি ২০২৪  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর জোনের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাসামগ্রী বিতরণের আজকের এই আয়োজন ধারাবাহিক একটি প্রচেষ্টা মাত্র।

শিক্ষা উপকরণ বিতরণকালে অন্যদের মধ্যে সেনা রিজিয়নের জিএস ২ শায়েদ উদ জামানের সঞ্চালনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, রিজিয়ন জোনের ডি,কিউ মেজর রিয়াদ, জোন কমান্ডার মাহমুদুল্লাহ হাসানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা শহরের ১৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ ২০ জন শিক্ষার্থীদের মাঝে গল্পের বই, খাতা, পেন্সিল, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষকের মাঝে উপহার সামগ্রী ও স্কুলের জন্য দেয়াল ঘড়ি প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়