ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

হেডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২২ এপ্রিল ২০২৪  

হেডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য

হেডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য

এবারের আইপিএলে বোলারদের আতঙ্কের এক নাম ট্রেভিস হেড। মাত্র ৬ ইনিংসে তিনি করেছেন ৩২৪ রান, তাও ২১৬ স্ট্রাইক রেটে। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, বোলাররা কতটা তোপের মুখে পড়েছেন হেডকে বল করতে এসে।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও এই অজি ওপেনার ধ্বংসলীলা চালিয়েছেন। খেলেছেন ৩২ বলে ৮৯ রানের ইনিংস। শুধু এই ম্যাচেই নয়, এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেন ১৮ বলে ফিফটি। সেবার তার ব্যাট থেকে এসেছিল ২৪ বলে ৬২ রানের ইনিংস।

এরপর ব্যাঙ্গালুরুর বিপক্ষে করেন ৩৯ বলে সেঞ্চুরি। দিল্লির বিপক্ষে ম্যাচের পর হেড বলেন, ‘এটা দারুণ, আমরা ভালো সময় কাটাচ্ছি। শান্ত থেকে বল মারার চেষ্টা করেছি। বিষয়গুলো সহজভাবে দেখা, বলের মেধা অনুযায়ী খেলাটাই জরুরি। ছন্দ ধরে রাখতে পেরে সন্তুষ্ট।’

দিল্লির বোলারদের ওপর চড়াও হয়েছিলেন হায়দরাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মাও। তিনি ১২ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। ৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৫৭ রান। বাকি ম্যাচগুলোতেও তার এমন ব্যাটিং দেখতে চান হেড।

সতীর্থকে নিয়ে হেড বলেন, ‘সর্বশেষ ম্যাচে পাওয়ার প্লেতে প্রথমবার আমরা স্পিন দেখি। অভিষেক কতটা স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক, সেটা সেই ম্যাচে দেখা গেছে। আমরা স্পিনের বিপক্ষে ওর কাজটা করতে দিতে চাই। ও ওর কাজটা আজও (কাল) করেছে।’

গত বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে আছেন হেড। বিশ্বকাপ ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন। এবারের আইপিএলেও পেয়েছেন সেঞ্চুরি। নিজের এমন ফর্ম নিয়ে হেড বলেন, ‘দুই বছর কঠোর পরিশ্রমের পর সফলতা আসছে। টি-২০তে ওপরের দিকে ব্যাট করতে পেরেও ভালো লাগছে।’

সর্বশেষ
জনপ্রিয়