ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

৮৫ কেজি ওজনের বাঘাইড় লাখে বিক্রি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ৪ ডিসেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৮৫ কেজি ওজনের বাঘাইড় মাছ, এটি এক লাখ দুই হাজার টাকায় বিক্রি হয়েছে।

সীমান্তবর্তী ইউনিয়ন সাহেবের আলগার ব্রহ্মপুত্র নদে শনিবার দুপুরে ওই ইউনিয়নের কা‌জিয়ার চরের জেলে মহুবর রহমানের জালে মাছটি ধরা পড়ে।

পরে শনিবার বিকেলে জেলে মহুবর এ বাঘাইড় মাছ‌টি বিক্রির জন‌্য উপজেলার হা‌তিয়া ইউনিয়নের বাজারে নিয়ে এলে মাছ ব‌্যবসায়ী মন্টু মাছটি কিনে নেন।

জেলে মহুবর রহমান বলেন, ‘নিয়মিত নদ-নদীতে মাছ ধরে সংসার চলে। শনিবার মাছ ধরতে গিয়ে জালের মধ্যে একটি বিশালাকৃতির বাঘাইড় মাছ আটকে যায়। ওই সময় অনেক কষ্টে কয়েকজনসহ মাছটি ধরে ফেলি। বিকেলে হাতিয়া বাজারে মন্টুর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটা বিক্রি করছি।’

মাছ ব‌্যবসায়ী মন্টু বলেন, ‘মাছ‌টি এক লাখ দুই হাজার টাকা দিয়ে ক্রয় করে নিই। পরে ঢাকার এক ব‌্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কে‌জি দরে মাছটি বি‌ক্রি করি।’

কু‌ড়িগ্রাম জেলা মৎস্য0 কর্মকর্তা মুক্তাদির খান বলেন, ‘বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বি‌ভিন্ন আকারের বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে।’

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়