ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রায় ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৪ মার্চ ২০২৪  

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগরা প্রদেশের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের এ ঘটনায় কোনো ধরনের সুনামি হওয়ার সম্ভাবনা নেই।ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, টেংগরা প্রদেশের এন্ডে শহরের ১০৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৪৭ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। গত বছরের নভেম্বরে দেশটির বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ২০২২ সালের নভেম্বরে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০০৪ সালে সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে এই অঞ্চলে দুই লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এদের মধ্যে এক লাখ ৭০ হাজার মানুষ ছিলেন ইন্দোনেশিয়ার।

সর্বশেষ
জনপ্রিয়