ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জামালপুরের মেলান্দহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২৮ মার্চ ২০২৪  

জামালপুরের মেলান্দহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

জামালপুরের মেলান্দহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

জামালপুরের মেলান্দহে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা প্রাঙ্গণে এসব পাট বীজ বিতরণ করা হয়।পাট বীজ বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো: কামরুজ্জামান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার দুইটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট এক হাজার প্রান্তিক কৃষকদের মাঝে এক কেজি করে পাট বীজ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয় ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়